রাম চরণ দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় সুপারস্টার। ব্যক্তিগত জীবনে উপাসনার সঙ্গে ঘর বেঁধেছেন ‘মাগধীরা’ খ্যাত এই অভিনেতা। আর এবার উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করায় এক যুবককে মারধর করেছে রামচরণের ভক্তরা। এই মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মারধরের শিকার ব্যক্তির নাম সুনিসিথ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে রাম চরণ ও তার স্ত্রী উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। আর এর ফল ভোগ করতে হয় সুনিশিথকে। জানা গেছে, সাক্ষাৎকারে সুনিসিথ নামের ওই ব্যক্তি বলেন, ‘আমি উপাসনার সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলাম। সে আমার বান্ধবী। তার একটি ইলেকট্রিক গাড়ি আছে। আমরা সেই গাড়িতে গোয়া গিয়েছিলাম। রাম চরণও আমার বন্ধু।
সুনিসিথ নামের ওই ব্যক্তির এমন মন্তব্যের পর ভক্তরা উত্তেজিত হয়ে পড়েন। শুধু রাম চরণ এবং উপাসনা নয়, সুনিসিথ চিরঞ্জীবীর মেয়ে অর্থাৎ রাম চরণের বোন সুস্মিতার সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন বলেও দাবি করেছেন।
এই সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকে রাম চরণের ৭ জন ভক্ত সুনিসিথকে খুঁজছিলেন। একপর্যায়ে তাকে পেয়ে মারধর শুরু করে। তারপরে সুনিসিথকে তার মন্তব্যের জন্য রাম চরণ এবং তার স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তবে রাম চরণ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, বিয়ের দশ বছর পর সাউথ সুপারস্টার রামচরণ ও উপাসনা কেনিদেলার সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। অন্তঃসত্ত্বা উপাসনা প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।
ఉపాసన గురించి తప్పుగా మాట్లాడిన సునిశిత్ ను చితకబాదిన రాంచరణ్ ఫ్యాన్స్ 🔥🔥🔥
Inko sari social media lo kanapadadu inka 🤣😂@AlwaysRamCharan pic.twitter.com/xaOKTna0M5
— CHE GUEVARA™ (@Karthik4PSPK) May 13, 2023