উপদেষ্টা মাহফুজকে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ জবি শিক্ষকের

“বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না, আর এখন তোমার আচরণ ফ্যাসিবাদীর মতো”—এই ভাষায় কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন (Dr. Rois Uddin)। তিনি এ বক্তব্য দেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কাকরাইলে চলমান অবস্থান কর্মসূচির এক প্রেস ব্রিফিংয়ে।

উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)-কে উদ্দেশ করে ড. রইছ বলেন, “তুমি তো ছাত্রদের কাতারের একজন ছিলে। আমরা ভেবেছিলাম তুমি আমাদের পাশে থাকবে। কিন্তু এখন তুমি আমাদের দমন করতে এসেছো। মনে রেখো, ফ্যাসিবাদী আচরণ করে আন্দোলন থামানো যাবে না।”

পুলিশের হামলার বিচার দাবি

ড. রইছ উদ্দীন বলেন, “একটি বৈষম্যহীন দেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালানো যায় না। আমরা এর বিচার চাই।”

আন্দোলনের ঘোষণা ও শর্ত

তিনি আরও বলেন, “আমাদের চার দফা দাবি পূরণ হলেই আমরা দুই মিনিটে ক্যাম্পাসে ফিরে যাব। নইলে ক্যাম্পাস শাটডাউন—অটো শাটডাউন থাকবে।”

চার দফা দাবির বিস্তারিত

জবি শিক্ষার্থীদের চলমান আন্দোলন আজ টানা ৩০ ঘণ্টায় গড়িয়েছে। তাঁদের চার দফা দাবি হলো:
1. ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা
2. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন
3. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন
4. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার তদন্ত ও দোষীদের শাস্তি

কাকরাইলে গণ-অবস্থান

এই আন্দোলন বেগবান করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৩০টি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে এসে অবস্থান নেন। টানা বৃষ্টির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।