বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এই সরকারের হাতে নিরাপদ নয় এবং নির্বাচন আদায়ে বিএনপিকে আরও সোচ্চার হতে হবে। তিনি বলেন, ‘আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি।’
স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা
বৃহস্পতিবার (১৫ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমি (Comilla Shilpakala Academy)–তে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৮ মাসে দেশে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং সরকারের কার্যক্রম দেশের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।
“ভিক্ষা নয়, ন্যায্য অধিকার আদায় করবো”
তিনি বলেন, ‘নির্বাচন আমাদের ন্যায্য পাওনা, জনগণের ভোটাধিকার আমাদের প্রাপ্য। সেটা আমরা ভিক্ষা হিসেবে চাই না, বুঝে নিতে চাই।’ এছাড়া তিনি আরও বলেন, দেশের সংবাদমাধ্যমগুলোতে সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা নেই, যা দেশের গণতন্ত্রের জন্য অশনিসঙ্কেত।
‘সাবধান হতে হবে সুযোগসন্ধানী গোষ্ঠীর থেকে’
সদস্য সংগ্রহ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘কিছু লোক আছে, যারা রাজপথে আন্দোলন করে না, কিন্তু সুযোগ নিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে। এর বদনাম বিএনপির ঘাড়ে যাচ্ছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘ছদ্মবেশী আওয়ামী লীগারদেরও সদস্য করা যাবে না।’
অনুষ্ঠানে উপস্থিত নেতারা
কুমিল্লা (Comilla) জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।