‘নেত্রী: দ্য লিডার’ ছবির মুক্তির কথা শোনা যাচ্ছিল গত দুই বছর ধরে। অবশেষে এই ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে বর্ষাকে।
বরাবরের মতো এবারও সিনেমায় বর্ষার বিপরীতে থাকবেন অনন্ত জলিল। তুরস্কের সাথে যৌথ প্রযোজনা। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা উপেন্দ্র মাধব এবং অনন্ত জলিল।
এ প্রসঙ্গে বর্ষা বলেন, সিনেমার চরিত্রটি সম্পূর্ণ নতুন। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। দেশপ্রেম ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলেই দর্শকদের ভালো লাগবে। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।
নেত্রী: দ্য লিডারে আরও অভিনয় করেছেন বলিউড তারকা কবির দুহান সিং, তরুণ অরোরা এবং প্রদীপ রাওয়াত। ইলিয়াস কাঞ্চন ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াতসহ তুর্কি অভিনেতারা।