Tuesday , June 6 2023
Breaking News
Home / Entertainment / অশ্লীল ছবির খেতাব নিতে নারাজ মুনমুন, ভাইরাল সেই ৫ মিনিটের ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিওসহ)

অশ্লীল ছবির খেতাব নিতে নারাজ মুনমুন, ভাইরাল সেই ৫ মিনিটের ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিওসহ)

পরিচালক এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় আগমন করেন মুনমুন। তিনি 1997 থেকে 2003 সাল পর্যন্ত একটানা চলচ্চিত্রে কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তৎকালীন সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

যে কারণে ২০০৩ সালের পর চলচ্চিত্রে তার উপস্থিতি কমে যায়। মুনমুন এখন চলচ্চিত্রে খুবই অনিয়মিত।

তবে অশ্লীল ছবির খেতাব নিতে নারাজ মুনমুন। তার দাবি, তিনি কোনো অশ্লীল সিনেমা করেননি। যারা অশ্লীল ছবি করেছে তারা ধরা ছোঁয়ার বাইরে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে ময়মনসিংহে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে সমকাল সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কোনো অশ্লীল ছবি করিনি, যারা করেছে তারা ধরা ছোঁয়ার বাইরে। আমার যদি এরকম কিছু থাকত তাহলে আজই বের হয়ে যেত।

৬ বছরে ৮০টি সিনেমায় কাজ করেছেন মুনমুন। তবে ২০১৭ সালে সিনেমার সংখ্যা প্রায় ১০টি সিনেমায় অভিনয় করেছেন। বলা যায় অভিনয়ে এখন পুরোপুরি অনিয়মিত। তাই এই নায়িকাকে নিয়ে খুব একটা আলোচনা নেই। বিষয়টি উল্লেখ করে মুনমুন বলেন, ‘আমরা সূর্যের মতো। যতক্ষণ আলো আছে ততক্ষণ কথা বলুন। আলো নেই, কেউ মনেও রাখে না।

‘ডটার অব টারজান’ ছবি দিয়ে আলোচনায় আসেন মুনমুন। তিনি বলেন, ‘রানী কেন ডাকাত’ ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। মুনমুনও পরিচালক এহতেশামের হাত ধরে, যে পরিচালক শবনম, শাবানা, শাবনাজ, শাবনূরের মতো তারকাদের পর্দায় এনেছিলেন। কিন্তু অন্যরা যখন প্রশংসা নিয়ে বেঁচে আছেন, তখন মাথায় অশ্লীল ছবির নায়িকার তকমা নিয়ে ঘুরে বেড়াতে হয় মুনমুনকে। এর জন্য পরিচালক-প্রযোজকদের বেশি দায়ী করেন তিনি।

মুনমুন জানান, লেডি অ্যাকশন ছবিতে তার ব্যাপক চাহিদা ছিল। ‘রানি কেন ডাকাত’ মুক্তির পর সবাই পাগল হয়ে যায়। এ সময় প্রযোজক-পরিচালকরা মুনমুনকে ব্ল্যাকমেইল করা শুরু করেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘হঠাৎ আলোচিত হলাম সেটা অনেকেই ভালোভাবে নিতে পারেননি। সত্যি বলতে আমি খুব পরিশ্রমী ছিলাম। ভালো অভিনয় করার চেষ্টা করেছি। কিন্তু আমার জামাকাপড় নিয়ে একদল প্রযোজক-পরিচালকের সঙ্গে ক্রমাগত তর্কাতর্কি চলছিল। এটি একটি সংগ্রাম ছিল. আমাকে স্বল্পস্থায়ী ব্যক্তি হিসেবে পর্দায় হাজির করার জন্য চাপ দেওয়া হয়েছিল। প্রায় বাধ্য হয়েই ছবিতে শর্টস পরতে হয়। আমিও কথা বলতে মুক্ত ছিলাম না। তবে আমি একা নই, অনেক নায়িকাই হাফপ্যান্ট পরতেন, আমিই একমাত্র কুখ্যাত!

সবশেষ মুনমুন অভিনীত ‘রাগী’ ছবিতে অভিনয় করেছেন। ছবিতে খল চরিত্রে দেখা গেছে তাকে।

About Babu

Check Also

ভিডিও ক্লিপস ফাঁস নিয়ে তোলপাড়, পরীমণির কাছে ক্ষমা চাওয়ার কথা জানালেন জয়

সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুশি ও সুনেরা বিনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *