বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) বলেছেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনৈতিক মহাকাব্য।” শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব (Khulna Press Club)-এর ব্যাংকুয়েট হলে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৩১ দফা: মৌলিক অধিকার ও উন্নয়নের রূপরেখা
সালাউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যেই রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার ও উন্নয়নের রূপরেখা। আমাদের এই চিন্তা-ভাবনাকে দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।” তিনি দলের তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই এই ৩১ দফার অ্যাম্বাসেডর।”
আওয়ামী লীগকে অভিযুক্ত করে কড়া সমালোচনা
তিনি বলেন, “আওয়ামী লীগের (Awami League) ইতিহাস একদলীয় শাসন, বাকশাল এবং গণতন্ত্র হত্যার ইতিহাস।” তিনি আরও বলেন, “এই চোরতন্ত্র শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত টিকে আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান
সালাউদ্দিন আহমেদ বলেন, “শত শত নেতাকর্মীর জীবন উৎসর্গের পর আমরা এখন যে অবস্থানে এসেছি, সেখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলনীতি প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি তার বক্তব্যে রাজনৈতিক সচেতনতা ও তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ নির্মাণে সম্পৃক্ত করার ওপর জোর দেন।