ঢাকার ধামরাইয়ের একটি গ্রামে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী শিরিন শীলা। হঠাৎ সেখানে এক ভক্ত এসে হাজির। অভিনেত্রীর সঙ্গে দেখা করতে চাইলে প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন তিনি। কিন্তু ভক্ত শীলাকে চুম্বন করলেন। বেশ বিব্রত ও বিস্মিত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
সোমবার বিকেলে ধামরাইয়ে ‘দ্য রাইটার’ ছবির শুটিং সেটে এমন ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
শিরিন শিলা আজ তার ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। প্রকাশ্যে আলিঙ্গন এবং চুম্বন করা ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে দেখা গেছে।
ভিডিওতে শিরিন শীলা বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছি। বাড়িতে তার স্ত্রী ও মা আছে। পুরো পরিবারে সবাই আছে। এমনকি তিনি রিকশাও চালান। তার মাথায় কি কোন সমস্যা আছে? তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি একজন বড় অভিনেতা, মিথ্যাবাদী, প্রতারক।
কেন এমন করলেন জানতে চাইলে ভক্ত শিরিন শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তাকে বলতে শোনা যায়, ‘আমি ভুল করেছি। আমার মাথায় সমস্যা আছে।