জুলাই বিপ্লবের পর ভারতীয় হেজেমনির বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ: মাহমুদুর রহমান

‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমার দেশ (Amar Desh) পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান (Mahmudur Rahman) বলেছেন, জুলাই বিপ্লবের পর গোটা জাতি ভারতীয় হেজেমনির (Indian Hegemony) বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তবে বিপ্লবের মূল অর্জন ছাড়া আর কিছু এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

গ্রন্থ প্রকাশ ও বিপ্লবের দলিল

শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “জুলাই বিপ্লব নিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা খুবই কম। এই বইটি আন্দোলনের দলিল হয়ে থাকবে।” বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন ও মুরশিদুল আলম চৌধুরী। মাহমুদুর রহমান সরকারকে এমন প্রকাশনায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “বিপ্লবের বয়ান মুছে ফেলার চেষ্টায় নতুন বয়ান তৈরি হচ্ছে।”

তরুণদের প্রতি আহ্বান ও সরকারের ব্যর্থতা

তিনি বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে এবং নিজেদের রাজনৈতিক অবস্থান জনগণের সামনে তুলে ধরতে হবে।” তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বিপ্লবীরা এখনো মেন্যুফেস্টু জাতির সামনে উপস্থাপন করতে পারেনি।”

আন্তর্বর্তী সরকারের প্রতি সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের সুরক্ষা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান সরকার। ৯ মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান সংস্কার হয়নি। সরকারের উপদেষ্টার ব্যর্থতাই এর জন্য দায়ী।”

সময় ফুরিয়ে আসছে সরকারের

মাহমুদুর রহমান বলেন, “সরকারের সময় ঘনিয়ে এসেছে। সাফল্যের সম্ভাবনাও কমে যাচ্ছে। হয়তো তারা সংস্কারের কথা ছেড়ে দিয়ে একটি নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা

ঋদ্ধ প্রকাশন (Riddho Prokashon)–এর চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়া (Nurul Alam Miah)–র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasanat Abdullah), জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও সমন্বয়ক সাদিক কাইয়ুম, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, এবং সহযোগী সম্পাদক আলফাজ আনাম ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন।