বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সম্প্রতি বাগদান করেছেন। ভক্তরা তাদের অভিনন্দন জানিয়েছেন। কিন্তু রাঘব ও পরিণীতির প্রেমের গল্প অজানা ছিল। এই ভারতীয় রাজনীতিবিদ তার প্রেমের গল্প লিখতে কলম ধরলেন। সেই গল্প তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
রাঘব একটি পোস্টে লিখেছেন- ‘একদিন হঠাৎ এই মেয়েটি আমার জীবনে আবির্ভাব হলো। আনন্দ এবং সুখে আমার জীবন ভরিয়ে দিল। যার আলিঙ্গন আমার কাছে এক স্বর্গীয় অনুভূতি।
ভাবী স্ত্রীর উপস্থিতিতে অভিভূত রাঘব তার লেখায় প্রকাশ পায়। রাঘব আরও লিখেছেন- ‘সবাইকে আমাদের বাগদান অনুষ্ঠান এতটা উপভোগ করতে দেখে আমি অবাক হইনি। এমন একটি আনন্দময় উপলক্ষ আমাদের সকলকে কাছাকাছি নিয়ে এসেছে – তাও আবার পাঞ্জাবি স্টাইলে।’
রাঘব ও পরিণীতি লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত। কিন্তু প্রেম শুরু হয় গত বছর।
বলিউড পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চামকিলা’-তে দেখা যাবে পরিণীতিকে। পাঞ্জাবে ছবিটির শুটিং হয়েছে। তাই সেখানে অনেকটা সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। এদিকে, রাঘব পাঞ্জাব ইউপি সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। সেই সময় রাঘব বন্ধু হিসেবে পাঞ্জাবে তাঁর সঙ্গে দেখা করতে যান।
দেখা হওয়ার পর থেকেই তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। বাকিটা অনেকটা রূপকথার প্রেমের মতো। দিল্লির কাপুরথালা হাউসে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে রাঘব এবং পরিণীতি আংটি বিনিময় করেন। কেক কেটে তাদের বাগদান উদযাপনের পর রাঘব পরিণীতির সাথে নেচেছিলেন। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।