Wednesday , June 7 2023
Breaking News
Home / Entertainment / জানা গেল চিত্র নায়িকা পপির চলচিত্রকে চিরতরে বিদায় জানানোর আসল কারণ

জানা গেল চিত্র নায়িকা পপির চলচিত্রকে চিরতরে বিদায় জানানোর আসল কারণ

ইসলাম ধর্মের জন্য চলচ্চিত্র ছেড়েছেন ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা পপি। ‘পাঙ্কু জামাই’ ছবিতে শাকিব খানের প্রথম প্রেমের চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি। তবে ‘বয়স যে খেল তুমি হবে পার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দেশীয় চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে এই অভিনেত্রীর।

মনতাজুর রহমান আকবর পরিচালিত, এটি ২০১৪ সালে মুক্তি পায়।

ত্রিভুজ প্রেমের এই ছবিতে পুষ্পিতার সহশিল্পী ছিলেন অভি, আরিয়ান শাহ।
চলচ্চিত্রে আর অভিনয় করছেন না পুষ্পিতা পপি। শুধু তাই নয়, তিনি চলচ্চিত্র ছেড়ে নিজেকে আড়াল করেছেন, প্রবাসী হয়েছেন। স্বামীর সাথে ফ্রান্সে পাড়ি জমান।

লাইফস্টাইল বদলেছেন, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের ছবিও সরিয়ে নিয়েছেন।
বুধবার কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেন, ইসলামের সঠিক পথে চলার জন্য তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন। বাকি জীবন তিনি ইসলামী আদর্শে অতিবাহিত করবেন। ফ্রান্স থেকে কালের কণ্ঠকে পুষ্পিতা পপি বলেন, ‘আমি এখন কিছু করছি না।

আমি সিনেমা ছেড়ে দিয়েছি। আমাকে আর কখনো পর্দায় দেখা যাবে না। আমি এখানে আমার স্বামী এবং পরিবারের সাথে আছি। ভগবান ভবিষ্যৎ যা করবেন, আমরা একইভাবে চলতে থাকব।
ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘সবার নতুন দোয়া চাই।

আমার জন্য দোয়া করবেন, আমি যে পথে হাঁটছি সেই পথে যেন ঠিকভাবে চলতে পারি।
এক সাক্ষাৎকারে পুষ্পিতা পপি জানান, তিনি এ পর্যন্ত ১১টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং আটটি কাজ শেষ করেছেন। আর সাতটি সিনেমা মুক্তি পেয়েছে।

অভিনেত্রী 2018 সাল থেকে চলচ্চিত্র থেকে দূরে সরে যাচ্ছিলেন। তবে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এবার এই অভিনেত্রী ২০১৯ সালের মে মাসে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, ‘আমি একটি ধর্মীয় পরিবারের মেয়ে। বলা যায় শখ বা নেশা হিসেবেই অভিনয়ে পা দিয়েছিলাম। অভিনয়ে পা রাখার পরও নিয়মিত নামাজ পড়তাম, যিকর-আসকার করতাম। সিনেমা জগতের অনেকেই তা জানেন। অভিনয় করতে গিয়ে বারবার মনে হচ্ছিল ক্ষণিকের আনন্দের জন্য সব হারাচ্ছি। এক পর্যায়ে আমি সেই অনুভূতি পেয়েছি। এরপর সিনেমা জীবন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়াও তিনি পুষ্পিতা পপির ‘কাখনু ভুলে যাই’, ‘বয়স যে খেল তুমি হবি পার’, ‘ঠোকার’, ‘প্রেম হ্যায় পারে’ এবং ‘ফাগুনের আগুন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। পুষ্পিতা পপির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গ্রে মিস্ট’।

About Babu

Check Also

বিয়ের প্রায় ১ মাস পর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কেমন আছেন আলোচিত সেই সালমান মুক্তাদির

বিবাহিত নারীকে বিয়ে করায় সমালোচনার মুখে পড়লেন ইউটিউবার সালমান মুক্তাদির। দুই সন্তানের মা দিশা ইসলামকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *