উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় বিকট শব্দে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটি। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কারণে দুবাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুবাইগামী ফ্লাইটে পাইলট, তার সহকারী ও ফ্লাইট অ্যাটেনডেন্ট ছাড়াও ১৬০ জন যাত্রী ছিলেন। সকাল ৮টা ২৫ মিনিটে টেক অফের জন্য দ্রুত গতিতে রানওয়ে দিয়ে ছোটার সময় একটি পাখি উড়োজাহাজের ডান ডানায় ধাক্কা মারে। বিমানটিকে দ্রুত গতি কমিয়ে দেয় এবং পরিস্থিতি সম্পর্কে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করে।
নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। পাখির আঘাতে বিমানের কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করেন প্রকৌশলীরা। পরে অন্য বিমানে যাত্রীদের দুবাই পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে গুজরাটের সুরাট বিমানবন্দরে পাখির আঘাতে ইন্ডিগোর একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।