Wednesday , June 7 2023
Breaking News
Home / Entertainment / চলচ্চিত্র ইতিহাসে শাকিব খানের বর্ণাঢ্য ক্যারিয়ার চিরকাল লেখা থাকবে : অপু

চলচ্চিত্র ইতিহাসে শাকিব খানের বর্ণাঢ্য ক্যারিয়ার চিরকাল লেখা থাকবে : অপু

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও সুপারস্টার শাকিব খানের বিচ্ছেদ দীর্ঘদিনের। কিন্তু এখনও বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা হয়।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু দাবি করেন, ‘শাকিব একজন নির্দোষ ও সৎ মানুষ’।

অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন সিনিয়র অভিনেতা এবং তাকে শিল্পী হিসেবে বিচার করার অধিকার আমার নেই। ‘কোটি টাকার কাবিন’ দিয়ে যখন ক্যারিয়ার শুরু করি, তখন তিনি ছিলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা। তার কারণেই আজ আমি ক্যারিয়ারে ভালো করতে পেরেছি।

অপু মনে করেন, তার সাফল্যের ৮০ শতাংশই শাকিব খানের কারণে। তিনি বলেন, আমি সত্যিই স্বীকার করতে চাই আমার সাফল্যের ৮০% শাকিব খানের কারণে। সাকিব একজন ইনোসেন্ট ও সৎ মানুষ।

এ অভিনেত্রী আরও বলেন, উত্তম কুমার, নায়করাজ রাজ্জাক, জাফর ইকবালের মতো চলচ্চিত্র জগতের ইতিহাসে শাকিব খানের বর্ণাঢ্য ক্যারিয়ার চিরকাল লেখা থাকবে।

অপু বলেন, তাই শাকিবকে নিয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তাকে ৫০ বার পানি পান করে তারপর কথা বলা দরকার। তিনি যেমন মানের এবং যতটা শক্তিশালী একজন নায়ক, আমাদের তাকে সম্মান দেওয়ার যোগ্যতা থাকতে হবে। সেখানে মন্তব্য করা তো দূরের কথা।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ২০১৮ সালে শাকিব-অপুর ডিভোর্স হয়ে যায়। এরপর এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

About Babu

Check Also

বিয়ের প্রায় ১ মাস পর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কেমন আছেন আলোচিত সেই সালমান মুক্তাদির

বিবাহিত নারীকে বিয়ে করায় সমালোচনার মুখে পড়লেন ইউটিউবার সালমান মুক্তাদির। দুই সন্তানের মা দিশা ইসলামকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *