“বিএনপি কিছু নিলে সেটি হয় চাঁদা, আর অন্যরা নিলে সেটি হয় হাদিয়া—এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে”। এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন (Shahrin Islam Chowdhury Tuhin)।
শনিবার (১৭ মে) বিকেলে নীলফামারীর ডোমার (Domar, Nilphamari) হাইস্কুল মাঠে দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডোমার উপজেলা ও পৌর বিএনপি।
গণতন্ত্র ও সংস্কার প্রসঙ্গে তুহিনের বক্তব্য
বিএনপি নেতা তুহিন বলেন, “শুধু সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপির ৩১ দফা প্রস্তাবসহ অন্যান্য রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব দ্রুত সমন্বয় করে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে।”
তিনি বলেন, “সরকার বলে বৈষম্য দূর করছে। অথচ আমিও সেই বৈষম্যের শিকার। সরকারকে আরও আন্তরিক হতে হবে। আমরা চাই, সকলকে নিয়ে গণতান্ত্রিক উপায়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হোক।”
নিষিদ্ধ রাজনৈতিক দল প্রসঙ্গে সতর্ক বার্তা
একটি নিষিদ্ধ ঘোষিত দলের প্রসঙ্গ টেনে তুহিন বলেন, “কিছু নেতাকর্মীর খারাপ কর্মকাণ্ডের জন্য পুরো দল নিষিদ্ধ হয়েছে। কিন্তু আমরা চাই না বাংলাদেশে আর কোনো দল এভাবে নিষিদ্ধ হোক। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।”
গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ
উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু–র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সম্পাদক মোজাফ্ফর আলী–র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক
- আমিনুল ইসলাম
- সাবেক ছাত্রদল সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ
- জেলা যুবদলের সম্পাদক শাহাদাত হোসেন
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তুহিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান। বিকেল ৩টার মধ্যেই ডোমার হাইস্কুল মাঠে জনসমুদ্রের সৃষ্টি হয়।