এমন কর্মসূচিতে বাধ্য করবেন না, যাতে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক নষ্ট হয়: ছাত্রদলের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল (Chhatra Dal)। সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস (Ganesh Chandra Roy Sahas) রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এমন কর্মসূচিতে বাধ্য করবেন না, যাতে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক নষ্ট হয়ে যায়।”

উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি

গণেশ চন্দ্র রায় দাবি করেন, “আপনারা মান-সম্মান থাকতে পদত্যাগ করুন। শহীদ শাহরিয়ার আলম সাম্য (Shahriar Alam Samya) হত্যাকাণ্ডের বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের আর দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই।” তিনি উপাচার্য নিয়াজ আহমেদ খানকে ‘ফাদার অব মবোক্রেসি’ বলে আখ্যা দেন এবং জানান, “আজ থেকে তাকে আর মাননীয় বলব না।”

মিছিল ও প্রতিবাদ

সমাবেশের আগে কালো পতাকা হাতে টিএসসি থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। বক্তৃতায় ছাত্রদল নেতা বলেন, ৫ আগস্টের পর নিয়োগ পাওয়া প্রশাসনের ওপর প্রাথমিক আস্থা থাকলেও বর্তমানে তারা অসৎ উদ্দেশ্যে চক্রান্ত করছে।

তিনি আরও বলেন, “শাহরিয়ারের সহযোদ্ধারা উপাচার্যের বাসভবনে গিয়ে প্রতিবাদ করেছিলেন। কিন্তু উপাচার্য শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব না দিয়ে অভিভাবক হিসেবে শিশুসুলভ আচরণ করেছেন।”

অতীত ঘটনার উল্লেখ

ছাত্রদল নেতা গণেশ চন্দ্র রায় বলেন, “ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে হত্যা, গণিত ভবনের সামনে গাছে ঝুলন্ত লাশ, মেট্রোরেল পিলারে শেখ হাসিনা (Sheikh Hasina)–এর গ্রাফিতি মুছে ফেলা, চারুকলা অনুষদের ফ্যাসিবাদের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ—এসব ঘটনায় প্রমাণ হয়, উপাচার্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যর্থ।”

অবিলম্বে পদত্যাগের দাবি

ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাছুম বিল্লাহ বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনের পদত্যাগ চাই।” জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন বলেন, “শাহরিয়ার হত্যার দায় নিয়ে উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতেই হবে। হত্যাকারীদের ফাঁসি চাই।”

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ

সমাবেশ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। বক্তব্য রাখেন আনিসুর রহমান খন্দকার, নূর আলম ভূঁইয়া ইমন, শামীম আক্তার শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।