চিত্রনায়িকা নুসরাত ফারিয়া (Nusrat Faria)–কে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Shahjalal International Airport) থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় (Vatara Police Station) দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তবে এই গ্রেপ্তারকে উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক নাটকের অংশ হিসেবে দেখছেন এনসিপি (NCP) নেতা হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে চলে যেতে দেওয়া হয়, আর শিরীন শারমিন (Shirin Sharmin)–কে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাসপোর্ট করে বাসায় পৌঁছে দেওয়া হয়।”
বিচার নিয়ে ‘ডাইভারশন’ অভিযোগ
হাসনাত আরও বলেন, “দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইন্টারিম সরকারের করা ৬২৬ জনের তালিকা কোথায়? ওই ৬২৬ জনকে নিরাপদে দেশত্যাগে সহায়তা করার পর এখন ফারিয়ার গ্রেপ্তার দেখিয়ে সরকার বোঝাতে চায় তারা নাকি কঠোর বিচার করছে?”
তার অভিযোগ, “এগুলো বিচার নয়, এগুলো শেখ হাসিনা (Sheikh Hasina) স্টাইলে মনোযোগ ডাইভারশন।”