ইশরাকের দাবিকে ‘গায়ের জোর’ বলার সমালোচনায় নুরুল হক নুর

বিএনপি (BNP) নেতা ইশরাক হোসেন (Ishraq Hossain)-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (Dhaka South City Corporation) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ নগর ভবন অবরোধ করেন তার সমর্থকরা। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের (Asif Mahmud) পদত্যাগের দাবিও জানান তারা।

এই আন্দোলনকে ‘গায়ের জোর’ বলে উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে।”

এই বক্তব্যের সমালোচনা করে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের (Gono Odhikar Parishad) সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “তোমরা দল বানাতে হিযবুত তাহরীর (Hizb ut-Tahrir), জঙ্গি কার্যক্রমে অভিযুক্ত এজাজকে উত্তরে মেয়র হিসেবে বসাতে পারো, আর ইশরাক যৌক্তিকভাবে বসতে চাইলে সেটা গায়ের জোর?”

উল্লেখ্য, টানা চার দিন ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ (Dhakabashi) ব্যানারে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, শপথ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।