ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান (Zayed Khan) সম্প্রতি শিল্পীদের বিরুদ্ধে অহেতুক মামলা দায়ের ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)র দৃষ্টি আকর্ষণ করেছেন।
“অকারণে শিল্পীদের বিরুদ্ধে মামলা, এটা উদ্দেশ্যমূলক”
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত জায়েদ খান হোয়াটসঅ্যাপে ইত্তেফাক ডিজিটালের সঙ্গে আলাপকালে বলেন, “যে শিল্পীরা দেশের প্রতিনিধিত্ব করে, তাদের অহেতুক হয়রানি করা হচ্ছে। কোথাকার কোন জেলার একজন লোক এসে একজন নায়ক বা নায়িকার বিরুদ্ধে মামলা করল, সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হলো। কেন এমন হচ্ছে?”
“স্যার, আপনি জানেন প্রকৃত শিল্পী অন্যায় করে না”
জায়েদ বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমার শিক্ষক ছিলেন। তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলছি—আপনি তো শিল্পমনা মানুষ, জানেন প্রকৃত শিল্পীরা কখনো অন্যায় করে না। অহেতুক যেন আর কোনো শিল্পী হয়রানির শিকার না হন, সেটা দেখবেন স্যার।”
“ফারুকী ভাই, আপনি তো শিল্পী, বুঝবেন”
মোস্তফা সরয়ার ফারুকীকে উদ্দেশ করে জায়েদ বলেন, “আপনি নিজেই একজন শিল্পী, শিল্পের সঙ্গে আপনার বসবাস। তাই আপনি জানেন, শিল্পীদের এভাবে টার্গেট করা কতটা অন্যায়।”
জায়েদ খান উদাহরণ দিয়ে বলেন, “নুসরাত ফারিয়া (Nusrat Faria) আন্দোলনের সময় কানাডায় ছিলেন, আমার সঙ্গেও পারফর্ম করেছিলেন। অথচ তাকেও মামলায় আসামি করা হয়েছে। আমি তো আন্দোলনের অনেক আগেই আমেরিকায় চলে এসেছি। তাহলে এই মামলাগুলো কীভাবে হয়, আর গ্রেপ্তারই বা হয় কেন?”
“সোশ্যাল মিডিয়ায় সক্রিয় শিল্পীদের টার্গেট করা হচ্ছে”
দুইবারের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বলেন, “যেসব শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।” তিনি আইন ও সংস্কৃতি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে এই অপচেষ্টা বন্ধের দাবি জানান।