বিএনপি (BNP)র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু (Shamsuzzaman Dudu)র বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন জাতীয় নাগরিক পার্টি (Jatiyo Nagorik Party)র নেতা সারজিস আলম (Sarzis Alam)।
“একসঙ্গে প্রস্রাব করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে”—দুদুর বক্তব্য
সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, “আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে।” এর পাল্টা জবাবে শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি নেতারা যদি একসঙ্গে প্রস্রাব করেন, সেই তোড়ে অনেকে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।” তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা ও হাস্যরস।
“বৃষ্টি নাকি কর্মসূচি?”—সারজিসের কটাক্ষ
ঢাকা (Dhaka)তে মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে। এই আবহাওয়ার সঙ্গে দুদুর বক্তব্যকে মিলিয়ে কটাক্ষ করে সারজিস আলম তার ফেসবুকে লেখেন, “ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি? Confused!”
“১৬ বছরে একটা গণপ্রস্রাব কর্মসূচি দিলেই পারতেন!”
এর আগে সারজিস আরও একটি পোস্টে লিখেছিলেন, “এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!” এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই তাতে কৌতুক ও বিদ্রূপের সুরে প্রতিক্রিয়া জানান।
শামসুজ্জামান দুদুর বিতর্কিত বক্তব্য এবং সারজিস আলমের প্রতিক্রিয়া—উভয়ই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।