পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন (Foreign Secretary Md. Jasim Uddin) অবশেষে ছুটিতে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম (Asad Alam Siam)।
সরকারের একজন কর্মকর্তা জানান, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Chief Adviser Muhammad Yunus) গত সোমবার অনুমোদন দিয়েছেন।
দু’সপ্তাহের টানাপোড়েনের অবসান
গত দুই সপ্তাহ ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs)-এর মধ্যে নতুন পররাষ্ট্রসচিব নিয়ে আলোচনা চলছিল। শেষপর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন আসার ফলে এই টানাপোড়েনের অবসান ঘটে।
সরকার সিদ্ধান্ত না বদলালে দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
সরিয়ে দেওয়া হচ্ছে জসীম উদ্দিনকে
প্রায় ৯ মাস আগে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের পর্যবেক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে ঘাটতি ছিল বলে মনে করছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ কারণেই জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
তবে তাঁর ভবিষ্যৎ পদায়ন এখনও চূড়ান্ত নয়। তাঁকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত করার জন্য সরকারের একটি মহল জোরালোভাবে তদবির চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা
নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মন্ত্রণালয়ের কার্যক্রম কে চালিয়ে নেবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। জসীম উদ্দিন কাজ চালিয়ে যাবেন, নাকি অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে, তা চূড়ান্ত নয়।