‘কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা’—আসিফ-মাহফুজের পদত্যাগ দাবি করলেন ইশরাক হোসেন

বিএনপি (BNP) নেতা ইশরাক হোসেন (Ishraq Hossain) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud) ও মাহফুজ আলম (Mahfuz Alam)-এর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ‘‘ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।’’

ফেসবুক পোস্টে জোরালো দাবি

বুধবার (২১ মে) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বক্তব্য দেন ইশরাক। সেখানে তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে এবং যৌক্তিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা যে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তা প্রতীয়মান এবং ভবিষ্যতে সরাসরি যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে পদত্যাগই হবে রাজনৈতিকভাবে সঠিক পদক্ষেপ।’’

নাহিদ ইসলামের দৃষ্টান্ত অনুসরণের পরামর্শ

ইশরাক হোসেন বলেন, ‘‘আপনাদেরই নাহিদ ইসলাম (Nahid Islam) যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেটাই অনুসরণ করুন। উনি চাইলে কিছুদিন মন্ত্রিত্ব করে এনসিপিতে যেতে পারতেন, কিন্তু তিনি সৎ সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহর মতো রাজনীতিকেরাও একই রকম সিদ্ধান্ত নিয়েছেন।’’

নিরপেক্ষতা এবং স্বচ্ছতার প্রশ্ন

পোস্টে তিনি আরও লেখেন, ‘‘আপনারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতার ইমেজ আরও উজ্জ্বল হবে। আমি বিশ্বাস করি, সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে সংগঠনের কাজ করলে আপনারা দেশ ও জাতির জন্য আরও ভালো কিছু করতে পারবেন।’’

তিনি পুনরায় বলেন, ‘‘ক্ষমতা ধরে রাখলে দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে, শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।’’

সমালোচনার জবাব ও রাজনৈতিক অবস্থান

নিজের ভূমিকা নিয়েও স্বীকারোক্তিমূলক মন্তব্য করেছেন ইশরাক। তিনি বলেন, ‘‘হয়তো অনেকে বলবেন, আমি মেয়র হতে আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি করেছি। আমিও সমালোচিত হয়েছি। কিন্তু তখন আমার কোনো উপায় ছিল না। আমি মনে করি, জনগণকে বোঝানো জরুরি ছিল যে আপনাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে।’’

শক্তিশালী আন্দোলনের হুঁশিয়ারি

এর আগে মঙ্গলবার বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন।

মেয়র হিসেবে ঘোষণার প্রেক্ষাপট

উল্লেখ্য, ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation)-এর মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়। এখন তার সমর্থকরা মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন করছেন।