নির্বাচন কমিশন (ইসি) (Election Commission) রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ (Abul Fazal Md. Sanaullah)। তিনি বলেন, কমিশনের কাজ নির্বাচনী বিধিমালা ও নীতিমালা নিয়ে; রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন নিয়ে মতামত দেওয়া কমিশনের দায়িত্ব নয়।
বৈঠকে নির্বাচনী প্রচার ও ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা আলোচনায়
বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁও (Agargaon) এর নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি জানান, দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচার বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। উভয় খসড়াকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
কমিশনার সানাউল্লাহ বলেন, ‘সংশ্লিষ্ট কমিটি খসড়া নীতিমালাগুলো নিয়ে কাজ করছে এবং তা কমিশনের কাছে উপস্থাপন করা হবে। আচরণবিধির সঙ্গে সংস্কার কার্যক্রম সম্পৃক্ত থাকায় তা চূড়ান্ত করতে সময় লাগতে পারে।’
রাজনৈতিক আন্দোলন নিয়ে মন্তব্যে বিরত থাকার সিদ্ধান্ত
এনসিপি (NCP) এর চলমান রাজনৈতিক আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।”
নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিশন নীতিমালার সংস্কার ও আচরণবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে, তবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে অবস্থান নেওয়ার বিষয়টি ইসির কার্যপরিধির বাইরে বলেও জানান তিনি।