আমাকে বিদেশি নাগরিক বললে, কাল তারেক রহমানকেও বলতে হবে: খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Adviser) খলিলুর রহমান (Khalilur Rahman) তার নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “আমার একটাই জাতীয়তা—বাংলাদেশের। আমি আমেরিকায় থাকলেও, আমার কোনো আমেরিকান পাসপোর্ট (American passport) নেই।”

করিডোর ইস্যুতে অস্তিত্বহীন বিষয় নিয়ে মন্তব্য নয়

করিডোর প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছেন আমরা করিডোর নিয়ে কথা বলছি। আমি দ্ব্যর্থহীনভাবে বলছি—যার অস্তিত্বই নেই, তা নিয়ে আমরা কীভাবে আলোচনা করবো?”

ব্যক্তিগত আক্রমণ ও নাগরিকত্ব বিতর্কে প্রতিক্রিয়া

ব্যক্তিগত আক্রমণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে যদি বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তারেক রহমান (Tarique Rahman) সাহেবকেও তাই বলতে হবে। আমি অনুরোধ করব—আপনারা বুঝে শুনে কথা বলুন। আমাকে ঢিল ছোড়া হলে, সেই ঢিল কিন্তু অন্য কারও উপর গিয়ে পড়তে পারে।”

তিনি আরও বলেন, “যেটা আমি নই, আমাকে সেটা বানানোর চেষ্টা করবেন না। আর কারও যদি প্রমাণ থাকে, তাহলে আদালতে যান। একজন বাংলাদেশি (Bangladeshi) নাগরিক হিসেবে আমার অধিকার আছে।”