প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন (Ilias Hossain) এক ব্যঙ্গাত্মক মন্তব্য করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জাফর ইকবালের (Zafar Iqbal) পূর্বপুরুষের সন্ধান পাওয়া গেছে, যারা “ক্যাপুচিন প্রজাতির” বানর।
তার পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, “সন্ধান মিলল জাফর ইকবালের পূর্ব পুরুষ ক্যাপুচিন প্রজাতির বানরদের! এই বানরদের আচরণ মানুষের মতো। ক্যাপুচিন বানর অপহরণ করে অন্য প্রজাতির বানরদের।”
এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে তিন হাজারের বেশি রিয়েক্ট এবং ১২২ বার শেয়ার হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে ব্যঙ্গাত্মক ও আপত্তিকর বলে উল্লেখ করেছেন, আবার অনেকেই এতে বিনোদনের উপাদান খুঁজে পেয়েছেন।