মেয়র পদ নিয়ে আন্দোলনে রাজপথে নামার ঘোষণা ইশরাক হোসেনের

বিএনপি (BNP) নেতা ইশরাক হোসেন (Ishraque Hossain) নিজ সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation – DSCC)–এর মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান বিক্ষোভের অংশ হিসেবে এই ঘোষণা দেন তিনি।

বুধবার (২১ মে) রাজধানীর মৎস্য ভবনকাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।

বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ইশরাক লেখেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।’

এর আগে দুপুরে দেওয়া আরেকটি পোস্টে তিনি সমর্থকদের নির্দেশ দেন, ‘নির্দেশ একটাই—যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠে আসা যাবে না।’

বিকাল সাড়ে ৪টার দিকে আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, গেজেট প্রকাশের পর অপসারিত মেয়র তাপস (Taposh)–এর পক্ষে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করে চিঠি পাঠান। ইশরাকের দাবি, “নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আদালতের রায় কার্যকর করতে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। তাপস এ কাজটি করাতে না পেরে এখন তার পক্ষে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে।”

ইশরাকের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং আন্দোলন আরও তীব্রতর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।