বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর (Dr. Ahsan H. Mansur) বলেছেন, “জুলাই বিপ্লবকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে না পারলে অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব নয়।” বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) (Policy Research Institute – PRI) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি একটি ‘দুর্ঘটনাকবলিত অর্থনীতি’। এই অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার এবং ইতোমধ্যে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের অর্থনীতিকে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে হবে, যেন ভবিষ্যতে সঠিক পথে এগিয়ে যেতে পারে।”
গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, “অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। আনুষ্ঠানিক খাতে আর্থিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে, এতে রাজস্ব আয় বাড়বে। ক্যাশলেস লেনদেন বাড়ানোর দিকেও নজর দিতে হবে। শুধু আর্থিক নয়, রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক বিপ্লব তখনই সম্ভব হবে যখন রাজনৈতিকভাবে জুলাই বিপ্লবকে শক্তিশালী করা যাবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের কেন্দ্রীয় রিজার্ভ ২০ বিলিয়নে নেমে এসেছে। আগামী মাসে এটি ২৭-৩০ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। আমাদের লক্ষ্য এই রিজার্ভকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করা। এজন্য সময় ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।”
ব্যাংকিং খাত প্রসঙ্গে গভর্নর বলেন, “আমাদের একটি শক্ত ভিত্তির ওপর ব্যাংকিং খাত গড়তে হবে। একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষ অধিকাংশ ঋণ পাচ্ছে—এই বৈষম্য দূর করতে এজেন্ট ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে স্বল্প সুদে ঋণ বিতরণের প্রবণতা বাড়বে, এবং ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোও সুদের হার কমাতে বাধ্য হবে।”
তিনি সকল পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম, অনেক দুর্ঘটনা ঘটেছে। এখন সুস্থ জীবনে ফিরতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে।”