আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ফি ও কর প্রায় ৪০% কমাবে সরকার: আসিফ মাহমুদ

আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ফি ও করহার প্রায় ৪০ শতাংশ কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার—এমন তথ্য জানালেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)।

বুধবার (২১ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “বর্তমানে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অঞ্চলভেদে প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ হারে কর ও ফি দিতে হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে তা কমিয়ে ৮ থেকে ৯ শতাংশে নামিয়ে আনা হতে পারে।”

এই উদ্যোগের ফলে নাগরিকদের ওপর রেজিস্ট্রেশন খরচের চাপ অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আবাসন খাতে ব্যাপক সাড়া পড়বে এবং সাধারণ মানুষ সহজেই সম্পত্তি রেজিস্ট্রেশনে উৎসাহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।