বনানীর বাসায় অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার

সকালবেলা বনানী (Banani) এলাকার নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখোমুখি হন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার (Bappa Mazumder)। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি ও তার পরিবার।

বৃহস্পতিবার (২২ মে) সকালে ভবনের নিচতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান বাপ্পা। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে, তিনি স্ত্রী তানিয়া হোসাইন (Tania Hossain) ও দুই কন্যাসন্তানকে নিয়ে পাশের ফ্ল্যাটে আশ্রয় নেন।

কীভাবে রক্ষা পেলেন বাপ্পা

ঘটনার বিবরণ দিতে গিয়ে বাপ্পা বলেন, “ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকি।”
তিনি জানান, গীতিকার শাহান কবন্ধ (Shahan Kabandh)–এর সঙ্গে যোগাযোগ করে তিনি তার বাসায় আশ্রয় নেন।

আগুন লাগার কারণ ও উদ্ধার কার্যক্রম

জানা গেছে, শর্ট সার্কিট থেকেই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। বাপ্পা মজুমদার থাকেন ওই ভবনের চতুর্থ তলায়।
ধোঁয়ায় পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে পড়ে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দমবন্ধ অবস্থায় থাকার পর ফায়ার সার্ভিস (Fire Service) কর্মীরা এসে উদ্ধার করেন।

বেঁচে যাওয়া এক অলৌকিকতা

বিকেলে এক গণমাধ্যমকে বাপ্পা বলেন, “অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। ধোঁয়ায় পুরো বাসা ছেয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত না এলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।”
তিনি জানান, কেউ আহত হননি এবং তেমন কোনো বড় ক্ষয়ক্ষতিও হয়নি।
“বলা যায়, ভয়ংকর বেঁচে যাওয়া। যেকোনো কিছু ঘটতে পারতো,”—বলেন বাপ্পা।