দেশের ১৮ কোটির ইউনূস আপনি, পদত্যাগ চাই না: প্রধান উপদেষ্টাকে জয়নুল আবদিন ফারুক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)–কে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক (Zainul Abedin Farroque) বলেছেন, “আপনি ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটির ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না।”

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব (National Press Club)–এ ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক এক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, “আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে গর্বিত করেছেন, যিনি একজন নোবেলজয়ী—আপনাকে পদত্যাগ করতে হবে, এই কথাটি শোনে আমি বিস্মিত ও ব্যথিত হয়েছি। পত্রিকায় পড়েছি, আপনি এনসিপি নেতাকে বলেছেন, ‘আমার পদত্যাগ করা ছাড়া উপায় নেই।’ তবে কতটুকু সত্য জানি না।”

তিনি বলেন, “আপনাকে কেন বসিয়েছিলাম, আপনি ৯ মাসে কতটুকু অগ্রসর হয়েছেন, আমরা তা জানতে চেয়েছি। আমরা জানতে চেয়েছি—কেন এখনো নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি।”

তিন উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “নির্বাচনের জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ৯ মাস পার হয়ে গেলেও তফসিল ঘোষণা হয়নি। কাদের প্ররোচনায় নির্বাচন বিলম্বিত হচ্ছে, তা জানতে চাওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে দল বলেছে—আপনাদের তিনজন উপদেষ্টার পদত্যাগ প্রয়োজন।”