দৈনিক আমার দেশ (Daily Amar Desh) সম্পাদক মাহমুদুর রহমান (Mahmudur Rahman) বলেছেন, “আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি।”
শুক্রবার (২৩ মে) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত “আমার দেশ খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন”-এ তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে, এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক পক্ষগুলোর ভূমিকা রয়েছে। সাংবাদিকদের নিরপেক্ষ থেকে সংবাদ প্রকাশ করতে হবে।”
জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, “মাত্র ৯ মাসে আমরা যেন শহীদদের ভুলে যাচ্ছি। ঐক্যে ফাটল ধরছে। সেই সুযোগে আবারো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের ওপর থাবা বসাতে চাইছে। এটা আমাদের দুর্বলতার কারণে।”
তিনি বলেন, “আমার দেশ কোন ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। আমাদের একমাত্র দায়বদ্ধতা দেশের জনগণ, পাঠক, নিজেদের বিবেক ও সর্বোপরি মহান আল্লাহর কাছে।”
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশের পরিচালক শাকিল ওয়াহেদ সুমন (Shakil Wahed Suman), নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব (National Press Club)–এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ (Syed Abdal Ahmed), এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট (Bangladesh Journalists Welfare Trust)–এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ (M Abdullah)।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আমার দেশের মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের (Abu Darda Zobayer)। সঞ্চালনায় ছিলেন খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন (Ehtesamul Haque Shawon)।
বক্তব্য রাখেন বরিশাল অফিসের রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ ও যশোর অফিসের আহসান কবীর। কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার।
খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার সকল জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।