জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission)–এর সহ-সভাপতি ড. আলী রীয়াজ (Dr. Ali Riaz) জানিয়েছেন, প্রথম ধাপের রাজনৈতিক সংলাপে অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে।
জাতীয় সনদের লক্ষ্য সামনে রেখে আলোচনা
রোববার (২৫ মে) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন (Krishibid Institution)–এ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের এক বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। প্রথম ধাপের আলোচনায় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। অনেক বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে পার্থক্য থেকেই গেছে। যেগুলোতে ঐকমত্য হয়নি, সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে।”
সংস্কারের সম্ভাবনা ও নাগরিক সমাজের ভূমিকা
তিনি বলেন, “সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা মানুষের ত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছি।”
ড. রীয়াজ আরও বলেন, “ঐকমত্য গঠনের জন্য কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এ জন্য নাগরিক সমাজ (Civil Society)–এর অংশগ্রহণ অপরিহার্য। নাগরিক সমাজ ছাড়া সংস্কার কার্যক্রমে অগ্রগতি সম্ভব নয়।”