সচিবালয়ের একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

চট্টগ্রাম (Chattogram) জেলার বাঁশখালী (Banshkhali) উপজেলায় অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party (NCP)) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) অভিযোগ করেছেন যে, সচিবালয়ের একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে।

সচিবালয়ে ষড়যন্ত্র চলছে: হাসনাত

রোববার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় হাসনাত বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনো ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র-জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।’ এ অবস্থায় তিনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করার আহ্বান জানান।

গণঅভ্যুত্থান পক্ষের বিভাজনের আশঙ্কা

হাসনাত বলেন, ‘গণঅভ্যুত্থান পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে সরকারকে সফল করতে হবে।’

তিনি দাবি করেন, ‘বাংলাদেশে আর কখনো হাসিনা (Hasina)-শাহীর শাসন ফিরবে না। পলাতক সরকার দেশে ফিরতে পারলে পালাত না। সাংবাদিকদের বলছি—আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থি সাংবাদিকতা করুন।’

নেতাদের বক্তব্য

পথসভায় আরও বক্তব্য রাখেন:
– এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম (Jawadul Karim) – সভা পরিচালনা
– কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা (Dr. Tasnim Jara)
সুজা উদ্দীন (Suja Uddin)
নাহিদা সরোয়ার নিভা (Nahida Sarowar Niva)
মীর আরশাদুল হক (Mir Arshadul Haque)
– চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হাসান আরিফ (Hasan Arif)
– বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আরিফ মঈনুদ্দিন (Arif Moinuddin)
– এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ (Imon Sayed)