ভারতীয় আধিপত্যবাদ দেশের চলমান সংকটের অন্যতম কারণ বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)—এ তথ্য জানিয়েছেন নাগরিক ঐক্য (Nagorik Oikya)-র সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna)।
রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা (State Guest House Jamuna)-তে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মান্না।
ভারতীয় আধিপত্যবাদের বিষয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ
মান্না বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকে আলোচনা শুরু করেন এই বলে যে আমরা বড় সংকটের মধ্যে আছি। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে মেনে নিতে চায় না। বরং সুযোগ পেলে একদিনেই সব ধ্বংস করে দিতে চায় এবং এজন্য সব ধরনের তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা মনে করেন, এই সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য একান্ত প্রয়োজন। এ কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি খোলামেলা আলোচনা করছেন।”
নির্বাচনের সময়সূচি ও রূপরেখা
মান্না জানান, বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, তিনি যেন নির্বাচনের রূপরেখা, তারিখ এবং কীভাবে নির্বাচন করবেন তা জাতির সামনে উপস্থাপন করেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন—কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। এমনকি তিনি বলেছেন, প্রয়োজনে পদত্যাগপত্রে লিখে দিতে পারেন যে, নির্বাচন ৩০ জুনের পরে যাবে না।”
উপদেষ্টা পরিষদে হতাশার ইঙ্গিত ও পদত্যাগপ্রসঙ্গ
মান্না আরও বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। এজন্যই পদত্যাগের কথা বলেছিলেন। তবে উপদেষ্টারা তাকে তা করতে দেননি—তিনি লিখেও তা পাঠাতে পারেননি। তাঁকে ধরে রাখা হয়েছে।”
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ। তবে বৈঠকে অংশগ্রহণকারী নেতারা তাঁকে আশ্বস্ত করেছেন যে, জাতীয় ইস্যুতে তারা ঐক্যবদ্ধ থাকবেন। এতে প্রধান উপদেষ্টাও আশ্বস্ত হয়েছেন বলে জানান মান্না।