পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না, কেবল বিশেষায়িত ইউনিটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ (Police) সদস্যদের কাছে ভারি মারণাস্ত্র রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (Home Affairs Adviser) লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)। তবে তিনি জানিয়েছেন, বিশেষায়িত ইউনিট যেমন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) (Armed Police Battalion (APBN)) এর কাছে ভারি অস্ত্র থাকবে।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে অবস্থিত এপিবিএন সদর দপ্তর (APBN Headquarters) পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে র‌্যাব-১ (RAB-1) কার্যালয়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, মাঠ পর্যায়ে থানা পুলিশ (Police Stations) রাইফেল ব্যবহার করলেও ভারি মারণাস্ত্র ব্যবহারের অনুমতি থাকবে না। কেবলমাত্র এপিবিএনের মতো ইউনিটের কাছেই থাকবে সেই ধরনের অস্ত্র।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এপিবিএন ও থানা পুলিশসহ সমগ্র আইনশৃঙ্খলা বাহিনী (Law Enforcement Agencies)কে উন্নত ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।

অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবেই উদযাপন করেছেন দেশবাসী।”