প্রধান উপদেষ্টার ফোনালাপের পর জামায়াতের সংলাপে অংশগ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) আজ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এর ফোনালাপের পর। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (Dr. Syed Abdullah Mohammad Taher) জানান, প্রধান উপদেষ্টা জামায়াত আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)-কে ফোন করে নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার ফোনালাপ ও জামায়াতের অবস্থান

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি (Foreign Service Academy)র দোয়েল হলে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভা। সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া সভায় অংশ নেয় জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা—নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

তাহের জানান, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সঙ্গে আলাদাভাবে কথা বলায় অন্যান্য রাজনৈতিক দল বিব্রত হয় এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে জামায়াত গতকালের সভায় অংশ নেয়নি। পরে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে ফোনে কথা বলে নিরপেক্ষতার আশ্বাস দিলে তারা আজকের বৈঠকে অংশ নেয়।

আলোচনার বিষয়বস্তু

আজকের আলোচনায় মূল বিষয় ছিল—জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল। সকাল সাড়ে ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হতে থাকেন।

উল্লেখ্য, গতকাল প্রথম দিনের আলোচনা সভায় জামায়াত অংশ না নিলেও আজকের বৈঠকে তারা সক্রিয়ভাবে যুক্ত হয়।