প্রথম আলো ও ডেইলি স্টারের পক্ষপাতিত্ব নিয়ে সরব আসিফ নজরুল

প্রথম আলো (Prothom Alo) ও দ্য ডেইলি স্টার (The Daily Star)-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul)।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তন (CIRDAP Auditorium)-এ ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এই বক্তব্য দেন।

১৩-১৪ বছর আগের প্রসঙ্গ টেনে আক্রমণ

আসিফ নজরুল বলেন, “প্রায় ১৩-১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর এক লেকচারার খালেদা জিয়া (Khaleda Zia)-কে নিয়ে অশালীন মন্তব্য লিখেছিলেন। এরপরও ডেইলি স্টার তাকে ‘প্রফেসর’ বানিয়ে প্রতিদিন তার লেখা ছাপত। অথচ যখন শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, সেই খবরটি তারা ছাপেনি।”

তিনি আরও বলেন, “সেই ব্যক্তি ছিলেন এতটাই মানসিক ভারসাম্যহীন, যে কিছু বছর আগে আত্মহত্যা করেন। এমন একজন মানুষকে জাতীয় নায়ক বানিয়েছিল ডেইলি স্টার।”

পক্ষপাতিত্বের অভিযোগ

আসিফ নজরুল বলেন, “প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরী (Zafrullah Chowdhury)-কে বিএনপিপন্থী বলে উল্লেখ করে। আমি বারবার সোহরাব হাসান (Sohrab Hasan) ভাইকে জিজ্ঞেস করেছি— যদি জাফরুল্লাহ চৌধুরী বিএনপিপন্থী হন, তাহলে আনিসুজ্জামান (Anisuzzaman) আর মুহম্মদ জাফর ইকবাল (Muhammed Zafar Iqbal)-এর নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না?”

তিনি বলেন, “গণমাধ্যমের এই পক্ষপাতদুষ্ট আচরণে মানুষের আস্থা নষ্ট হয়।”

এই বক্তব্যের মধ্য দিয়ে আসিফ নজরুল মূলধারার দুটি শীর্ষ দৈনিকের নিরপেক্ষতা ও সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের কর্মকাণ্ডকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত বলে উল্লেখ করেন।