জুলাই মাস নিয়ে আওয়ামী লীগের অস্বস্তি শুরু হয়েছে: ইলিয়াস হোসাইন

আওয়ামী লীগ (Awami League) নিয়ে নতুন করে রাজনৈতিক অস্বস্তির ইঙ্গিত দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন (Elias Hossain)।

মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই (July) নিয়ে আওয়ামী লীগের লোকজনের জ্বালা শুরু হয়েছে!”

তিনি আরও লেখেন, “জ্বালা-পোড়া করে লাভ নেই। জুলাই আমাদের ভাইদের রক্ত দিয়ে কেনা। জুলাই-আগস্ট শুধুই আমাদের। এ দেশে আর কখনই মুজিবের শোকে ১৫ই আগস্ট পালন হবে না। চিপায় চাপায় বিরানি-খিচুরি রান্না করে খাওয়ার চেষ্টা করলে বিরানি আর পাতিল দুইটাই হারাবি। যত ফাল পার’বা, ততই বিপদে পড়বি।”

ইলিয়াস হোসাইন (Elias Hossain) আরও বলেন, “আওয়ামী লীগ (Awami League) আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধুই রূপকথার গল্প হয়ে থাকবে—আর কিছু না।”