Friday , December 8 2023
Home / National / বাংলাদেশের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এক বার্তা দিল রাশিয়া

বাংলাদেশের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এক বার্তা দিল রাশিয়া

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের গনতান্ত্রিক দেশ গুলোর রাষ্ট্র প্রধানদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে বিশ্বের আওনেক ফনতান্ত্রিক দেশের রাষ্ট্র প্রধানরা আমন্ত্রন পেয়েছেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশ, চীন, রাশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ। এদিকে বাংলাদেশকে এই সম্মেলনে যোগ না দেওয়ায় সাদুবাদ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ না দেওয়ায় বাংলাদেশের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ঢাকায় রুশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক বার্তায় রাশিয়ার পক্ষ এ সাধুবাদ জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আয়োজনে ৯-১০ ডিসেম্বর অনুষ্ঠেয় গণতন্ত্র সম্মেলনে যোগ না দেওয়াকে তাঁরা স্বাগত জানিয়েছে। রোববার (৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বার্তায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে রাশিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে জো বাইডেনের আমন্ত্রন না পাওয়াকে ঘিরে সমগ্র দেশ জুড়ে ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধে দল গুলো এই বিষয় নিয়ে সরকারের সমালোচনা করছে। অবশ্যে পররাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন বিশ্বের দুর্বলতম গণতন্ত্র দেশ গুলোকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও তিনি আরও বলেন তাই বাংলাদেশের নাম নেই। কিন্তু তাতে আমাদের কিছু করার নেই। এটা তাদের দায়িত্ব।

About

Check Also

Desarticulada la primera organización criminal en España dedicada a la importación, fabricación y distribución de medicamentos S A.R.M.s prohibidos a deportistas

Desarticulada la primera organización criminal en España dedicada a la importación, fabricación y distribución de …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *