Friday , December 8 2023
Home / International / ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের (ভিডিওসহ)

ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের (ভিডিওসহ)

সড়ক যোগাযোগের পাশাপাশি অনেক সময় আকাশ পথেও ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর এ সকল দুর্ঘটনার কবলে পড়ে সৌভাগ্যবসত অনেকেই বেঁচে গলেও রীতিমতো প্রাণও হারাতে হয়েছে কাউকে না কাউকে। এরই ধারাবাহিকতায় এবার এমন একটি ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। জানা গেছে, আজ বুধবার (৮ ডিসেম্বর) ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার তামিলনাড়ুতে বিধ্বস্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী।

তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ভারতীয় বিমান বাহিনী এক টুইটে জানিয়েছে, তাদের এমআই-সেভেনটিন হেলিকপ্টারটিতে জেনারেল রাওয়াতও ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

এদিকে এ হেলিকপ্টার দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, এবং আতহ অবস্থায় তিনজনকে উদ্ধার করে দেশটির নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে নিখোঁজ সদস্যদের সন্ধানের চেষ্টা চলছে।

About

Check Also

তুরস্কের পাঠানো সামগ্রী ভূমিকম্পের ত্রাণ হিসেবে পাঠিয়েছে পাকিস্তান, সামনে এলো ভিন্ন তথ্য

পাকিস্তানের অনেক এলাকাভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়লে তুরস্ক দেশটিতে ত্রাণ ও খাদ্য সামগ্রী পাঠিয়েছিল। এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *