ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছেড়ে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে (Dhaka-Tangail-Jamuna Bridge Highway) যানবাহনের চাপ বাড়লেও এখনও পর্যন্ত বড় ধরনের কোনো যানজট দেখা যায়নি।
যানবাহনের চাপ বাড়লেও যানজটহীন ঈদযাত্রা
যমুনা সেতু (Jamuna Bridge) কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে মোট ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
এই সময়ে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী (Dhaka-bound) ১৭ হাজার ৯৩৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
গার্মেন্টস ছুটির পর চাপ বাড়ে টাঙ্গাইল অংশে
সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকেলের পর বিভিন্ন গার্মেন্টস (Garments) ছুটি হওয়ায় সড়কে যাত্রীদের চাপ বাড়তে থাকে। টাঙ্গাইল (Tangail) জেলার এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়কে রাত থেকেই যান চলাচলের চাপ ছিল বেশি। শুক্রবার দুপুরের পর থেকে সেই চাপ আরও বাড়ে।
১৮টি বুথে পারাপার কার্যক্রম
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল (Ahsanul Kabir Pavel) বলেন, “ঈদযাত্রায় যানজট এড়াতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথের মাধ্যমে যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই পাশে দুটি করে আলাদা বুথ চালু রয়েছে।”