‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা’ সাংবাদিককে যুবদল নেতার হুমকি

সাংবাদিককে মোবাইলে হুমকি

পটুয়াখালী (Patuakhali) জেলার বাউফল (Bauphal) উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তর (Desh Rupantor) পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান (Md. Siddiqur Rahman) কে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদল (District Jubo Dal) এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ (Md. Humayun Kabir Sohag) এর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে। হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যে তা ভাইরাল হয়েছে। এ ঘটনায় সাংবাদিক বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভাইরাল হওয়া অডিওর বক্তব্য

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও ক্লিপে যুবদল নেতাকে বলতে শোনা যায়,
“আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই কাজের সাইটে গেলি ক্যা। কীসের জন্য যাবি? অনিয়ম করলে অফিস দেখবে, তুই কেন যাবি? তুই কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইটে যাওয়া? আমি আসতেছি, তুই থাক, দেখে নেব।”

নির্মাণ কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদে হুমকি

মো. সিদ্দিকুর রহমান বলেন, বাউফলের পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (Pashchim Nuria Govt Primary School) এর ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন।

তিনি বলেন, “আমি বিষয়টি নিয়ে রিপোর্ট করতে গেলে সোহাগ আমাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় কথা বলেন। বিষয়টি নিয়ে আমি গতকাল রাতে বাউফল থানা (Bauphal Thana) তে একটি জিডি করেছি।”

যুবদলের অবস্থান

পটুয়াখালী জেলা যুবদল এর সভাপতি মনিরুল ইসলাম লিটন (Monirul Islam Liton) বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা বা হুমকি দিতে পারবে না। আমরা এমন ঘটনার নিন্দা জানাই।”

পুলিশের বক্তব্য

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন (OC Kamal Hossain) বলেন, “সাংবাদিক থানায় জিডি করেছেন। আমরা অডিও শুনেছি এবং কললিস্ট চেক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”