সিনেমার নাম নিয়ে জয়ার মন্তব্য ভাইরাল
অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ২০১৭ সালের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা‘ নিয়ে সম্প্রতি সমালোচনা করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। সরাসরি ছবির নায়ককে আক্রমণ না করলেও, ছবির নাম নিয়েই অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তার সেই কটাক্ষ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
অক্ষয়ের বিনীত জবাব
সম্প্রতি ‘কেশরী: চ্যাপ্টার ২‘ ছবির প্রচারে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অক্ষয় বলেন, “জয়াজি যখন বলছেন, নিশ্চয়ই ঠিক বলছেন। সিনেমাটি করে আমি ভুল করেছি।”
তিনি এদিন কোনো ধরনের পাল্টা কটাক্ষ করেননি বা বিতর্কে জড়াননি। বরং অত্যন্ত সম্মানজনক এবং বিনীত ভঙ্গিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। বলেন, “জয়াজির মতের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। তিনি নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন। যদি ওনার মনে হয়ে থাকে আমি ভুল করেছি, তাহলে সত্যিই ভুল করেছি।”
কেন ২০২৫-এ সমালোচনা?
২০১৭ সালের এই ছবি মুক্তির সময় বেশ আলোড়ন ফেলেছিল। তবে ঠিক আট বছর পর ২০২৫ সালে কেন জয়া বচ্চন এই সিনেমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, তার কারণ এখনও অজানা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ছবিটি এমনিতেই ব্যর্থ। এর ব্যর্থতার কারণ ছবির নাম। এমন নাম কখনও দর্শকদের আগ্রহ তৈরি করতে পারে?”
তিনি দর্শকদের জিজ্ঞাসা করেন, “কত জন এই ছবি দেখেছেন?” যখন কমসংখ্যক মানুষ ছবিটি দেখেছেন বলে জানানো হয়, তখন তিনি বলেন, “তাই তো বলছি, আমার কথাই ঠিক।” জয়া জানান, তিনি নিজেও ছবির নাম শুনেই সেটি দেখেননি।