পাগলা মসজিদের দানবাক্সে মিলল ব্যতিক্রমী চিরকুট
পাগলা মসজিদ (Pagla Mosque)–এর দানবাক্স খুলে মিলেছে বিপুল পরিমাণ টাকা ও নানা ধরনের চিঠি-চিরকুট। এর মধ্যেই একটি বেনামি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ভাইরাল হয়েছে, যেখানে লেখা ছিল—‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’।
১১টি দানবাক্স থেকে উঠে এল ২৮ বস্তা টাকা
শনিবার সকাল ৭টায় মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী (Army), পুলিশ (Police), এপিপিএন (APBN) এবং আনসার (Ansar) সদস্যরা। দানবাক্স খুলে মোট ২৮ বস্তা টাকা পাওয়া যায়।
টাকার হিসাব ও গণনা কার্যক্রম
মসজিদ কমপ্লেক্স–এ অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০০ জনের একটি দল এই টাকা গণনার কাজে অংশ নেন।
গণনা কাজ তদারকি করছেন কিশোরগঞ্জ (Kishoreganj)–এর জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান (Fauzia Khan)। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (Superintendent of Police Mohammad Hasan Chowdhury) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার (Jesmin Akhter)।
রূপালী ব্যাংক (Rupali Bank)–এর এজিএম মোহাম্মদ আলী হারিসী (Mohammad Ali Harisi)-ও টাকার নিরাপত্তা ও হিসাব কার্যক্রমে সহযোগিতা করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, চার মাস ১২ দিন পর শনিবার সকালে ১১টি দানবাক্স খোলা হয়েছে এবং এরপর মসজিদের দোতালায় টাকা গণনার কাজ শুরু হয়।