চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২০ হাজার টন আম কিনতে আগ্রহ প্রকাশ চীনের

চাঁপাইনবাবগঞ্জে চীনা আমদানিকারকের সফর

আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ (Chapainawabganj) জেলার ১২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন (China)। শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ (Shibganj) উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শনের সময় এই আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মি. শু ওয়েই।

তিনি শিবগঞ্জের কয়েকটি গোছানো ও পরিচ্ছন্ন আমবাগান ঘুরে দেখেন এবং তা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে শিবগঞ্জ পৌর এলাকা (Shibganj Municipal Area)র একাডেমি মোড়ে অবস্থিত আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন।

সরাসরি রপ্তানিতে চাষিদের আগ্রহ

স্থানীয় আমচাষি আহসান হাবিব বলেন, ‘বিকেলে আমার বাগান পরিদর্শন করেন চীনের একজন আমদানিকারক। তিনি বাগান থেকেই সরাসরি আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা কৃষকরা লাভবান হবো।’

চাষি ও কৃষি কর্মকর্তাদের আশা

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (Shibganj Mango Producer Cooperative Society Ltd) এর সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম (Ismail Khan Shamim) বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি। তারা আমাদের কাছ থেকে আম কিনতে চায়। এতে করে জেলার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।’

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (Shibganj Upazila Agriculture Officer) নয়ন মিয়া (Nayon Mia) জানান, বিকেলে চীনের এক আমদানিকারক উপজেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখেছেন এবং ১২০ হাজার মেট্রিক টন আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে আমরা আশাবাদী।