বিক্ষোভের আড়ালে দোকান লুট
সিলেট (Sylhet) নগরীতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাটা (Bata) শোরুমে লুটপাটের নেতৃত্ব দেন আওয়ামী লীগ (Awami League) নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরী। তাকে সিলেট মহানগরের বিমানবন্দর (Bimanbandar) এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে আটক করেছে পুলিশ।
লুটপাটের সময় সৌদি রুমাল পরা ছিল
পুলিশ জানিয়েছে, দরগা গেইট এলাকায় বাটার শোরুমে ইশতিয়াকই প্রথম বস্তায় জুতা ভরে চুরি শুরু করেন। তার মাথায় সৌদি স্টাইলের রুমাল বাঁধা ছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি দোতলা থেকে ব্যাগ ভর্তি জুতা নিচে ফেলে নাচতেও শুরু করেন।
ইশতিয়াকের বাবা মনিরুজ্জামান চৌধুরী (Moniruzzaman Chowdhury) সিলেট নগরের সুবিদবাজার (Subidbazar) এলাকার আওয়ামী লীগ নেতা বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তিনি সংগঠনের কোন পদে আছেন, তা জানাতে পারেনি পুলিশ।
গাজার ইস্যুতে বিক্ষোভ, সুযোগে হামলা ও লুট
গত সোমবার গাজা (Gaza)তে ইসরাইলি হামলার প্রতিবাদে সিলেটে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল থেকে নগরের ১৩টি দোকান, রেস্তোরাঁ, সুপারশপ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানো হয়। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই সহিংসতা চলে। একাধিক প্রতিষ্ঠানে লুটপাটও হয়।
মামলা ও গ্রেপ্তার
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানা (Kotwali Model Police Station) তিনটি মামলা করে, যেখানে অজ্ঞাতপরিচয় ১,৭৪০ জনকে আসামি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘প্রথম চোর ইশতিয়াক’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক (Ziaul Haque) জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ইশতিয়াককে শনাক্ত করা হয়। তিনি আত্মগোপনে ছিলেন, সেখান থেকেই তাকে আটক করা হয়। ওসি বলেন, “ইশতিয়াকই প্রথম জুতা চোর, তিনিই প্রথম লুটপাট শুরু করেন।”