ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে দেখে করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

স্বেচ্ছাসেবক দলের (Swecchasebak Dal) কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান সরদার (Nuruzzaman Sardar) সম্প্রতি গোপালগঞ্জ (Gopalganj) জেলার কাশিয়ানী থানা (Kashiani Thana) পরিদর্শন করেন। সেখানে তিনি সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাফিজুর রহমান (OC Md. Hafizur Rahman)–এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের (Chhatra League) কয়েকজন স্থানীয় নেতা।

ফেসবুকে ছবি প্রকাশ, শুরু বিতর্ক

সাক্ষাৎকালে নুরুজ্জামান সরদার ওসির সঙ্গে ছবি তুলে তা নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, “আমি কিছুদিন হলো এখানে যোগ দিয়েছি। ওই দিন নুরুজ্জামান সাহেব কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে পরিচয় করিয়ে দেন। আমি কাউকে চিনতাম না।” তিনি আরও বলেন, “তারা সবাই মিলে আমার সঙ্গে ছবি তুলেছেন, আমি সেটা সাধারণ সৌজন্য হিসেবেই নিয়েছি।”

নুরুজ্জামান সরদারের বক্তব্য

এই বিষয়ে জানতে চাইলে নুরুজ্জামান সরদার বলেন, “ওরা আগে ছাত্রলীগ করতো, এখন করে না। আর ওরা রাজনৈতিক পরিচয় দিতে আমার সঙ্গে যায়নি। ভুল হয়েছে, আমি ছবি তুলে ফেসবুকে দিয়েছি।” তিনি আরও দাবি করেন, “এখন এই বিষয়টি নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।”

জানা যায়, ওই সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা (Kashiani Upazila) ছাত্রলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি শামিম এবং ছাত্রলীগ নেতা রুবেল মুন্সী।