চারুকলা অনুষদের আয়োজনে ব্যতিক্রমী প্রতীক
নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রায় এবছর ভিন্ন বার্তা নিয়ে হাজির হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ([University of Dhaka])-এর চারুকলা অনুষদ ([Faculty of Fine Arts])। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘আনন্দ শোভাযাত্রা’।
ঢাক-ঢোলের তালে শোভাযাত্রা, আকর্ষণে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
বর্ণিল সাজে, ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রাটি অগ্রসর হয়। তবে অন্যবারের তুলনায় এবারের শোভাযাত্রায় ছিল ব্যতিক্রমী এক সংযোজন—‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। এটি ছিল শোভাযাত্রার কেন্দ্রীয় দৃষ্টিনন্দন এবং প্রতীকী উপস্থাপন।
পুড়ে যাওয়া প্রতীকটি নতুন করে নির্মাণ
জানা গেছে, শোভাযাত্রার জন্য তৈরি করা মূল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ কিছুদিন আগে দুর্ঘটনাবশত পুড়ে যায়। এরপর চারুকলা অনুষদ ([Faculty of Fine Arts])-এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিকৃতি নতুন করে নির্মাণ করেন। নতুনভাবে নির্মিত সেই মুখাকৃতিটিই স্থান পায় এবারের আনন্দ শোভাযাত্রায়।
এই ব্যতিক্রমী আয়োজন নতুন বছরের উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা, যেখানে সাংস্কৃতিক উচ্ছ্বাসের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ও সামাজিক বার্তাবাহী প্রতীক।