রাজশাহী কেন্দ্রীয় কারাগার-সহ গোটা রাজশাহীজুড়ে আজ বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। কারাগারে বন্দীরাও ছিলেন উৎসবমুখর। নাচ-গান আর বাঙালি খাবারের মধ্য দিয়ে তারা উদযাপন করেন নববর্ষ ১৪৩২।
কারাগারে বন্দীদের উৎসব
সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, বাংলা নববর্ষ উপলক্ষে বন্দীদের জন্য পান্তা-ইলিশ, আলু ভর্তা, পোলাও-মাংস ও মিষ্টিসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। কারাগারের ভেতরে তৈরি করা হয় মঞ্চ, যেখানে বন্দীরা স্বেচ্ছায় গান পরিবেশন করেন ও নিজেরা নেচে-গেয়ে আনন্দ করেন।
শহরময় শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ৭টায় সিঅ্যান্ডবি মোড় থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এসপি ফারজানা ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সকাল ৯টায় রাজশাহী কলেজ এবং ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় পৃথক দুটি আনন্দ শোভাযাত্রা। এতে শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট ও নানা পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে গান, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অন্যান্য বর্ষবরণ আয়োজন
এসওএস শিশুপল্লী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বরেন্দ্র গবেষণা জাদুঘর, এবং রাজশাহী উদ্যান-এও দিনব্যাপী চলেছে বিশেষ আয়োজন ও বিনামূল্যে প্রবেশের সুযোগ। দিনটিকে ঘিরে রাজশাহীতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।