‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন ভয়ংকর রূপে’—শোভাযাত্রায় ফ্যাসিবাদবিরোধী মোটিফে প্রতিবাদ

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হয় এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আলোচনার কেন্দ্রে ছিল একটি বিশেষ ফ্যাসিবাদবিরোধী মোটিফ, যা প্রতীকীভাবে শেখ হাসিনার মুখাকৃতি ধারণ করেছিল। আগুনে পোড়ার পর দ্রুত সময়ের মধ্যে নতুন মোটিফ তৈরি করে তা প্রদর্শন করা হয়।

আপা ও তার ভয়ংকর প্রত্যাবর্তন: পোস্টে শফিকুল আলম

প্রেসসচিব শফিকুল আলম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন—“আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

একজন নেটিজেন সাইফুল ইসলাম কমেন্টে লেখেন, “ছাত্রলীগ বলেছিল আপা ফিরবেন, ভয়ংকর রূপে—আজ প্রমাণ পেলাম।”

ফ্যাসিবাদবিরোধী বার্তা ও শোভাযাত্রার রুট

শোভাযাত্রাটি সোমবার সকাল ৯টা ৩ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলায় ফিরে গিয়ে শেষ হয়।

মোট ১৪টি ছোট ও মাঝারি আকারের মোটিফ, মুখোশ, চিত্রসহ ফ্যাসিবাদবিরোধী নানা উপাদান ছিল শোভাযাত্রায়। প্ল্যাকার্ডে লেখা ছিল—“হাসিনার বিচার করো”, “জুলাই গণহত্যার বিচার কবে?”, “ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল করো”, “নদী বাঁচাও” প্রভৃতি বার্তা।

রমনার বটমূলে মঙ্গল কামনায় বক্তব্য

রমনার বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রেসসচিব শফিকুল আলম বলেন, “দেশ থেকে ইতিমধ্যে অমঙ্গল দূর হয়েছে, আমরা নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করছি। যেটুকু অশুভ আছে, তাও দূর হয়ে যাবে।”

শোভাযাত্রার শেষে নতুন তৈরি ফ্যাসিবাদবিরোধী মোটিফগুলো চারুকলায় প্রদর্শনের জন্য রাখা হয়।