নোয়াখালীর সুবর্ণচরে ভুল রাস্তায় ১ কিমি খুঁড়ে ফেললেন ঠিকাদার

নোয়াখালী (Noakhali) জেলার সুবর্ণচর (Subarnachar) উপজেলায় রীতিমতো চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন এক ঠিকাদার। সংস্কারের জন্য নির্ধারিত সড়কের পরিবর্তে ভুলবশত একটি সুষ্ঠু ও ব্যবহৃত সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ খুঁড়ে ফেলেছেন তিনি। পরে ভুল বুঝতে পেরে কাজ বন্ধ করে এলাকা ত্যাগ করেন।

ভুল রাস্তায় শুরু হয় সংস্কার

চর আমান উল্লাহ ইউনিয়ন এর কাটাবুনিয়া গ্রামের বাবুল মার্কেট থেকে মোল্লা মার্কেট সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গত রোববার সকালে এলজিইডি অর্থায়নে কাজ শুরুর কথা বলে ঠিকাদারের লোকজন সড়কের পিচ ঢালাই তুলে ফেলেন। প্রায় এক কিলোমিটার পথ খোঁড়ার পর স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে বুঝতে পারেন, এটি ভুল রাস্তা।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ভোগান্তি

এই ভুলের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা, পাশাপাশি সাধারণ পথচারীরাও। সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

এলজিইডি কর্মকর্তার স্বীকারোক্তি

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলার এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরীফ মোহাম্মদ নুর ইসলাম জানান, ‘মূলত চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামের কুকিজ মার্কেট-ছিদ্দিক মার্কেট সড়কে কাজ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার ভুলে বাবুল মার্কেট- মোল্লা মার্কেট সড়কে কাজ শুরু করেন।’

তিনি বলেন, “ভুল বুঝতে পেরে কাজ বন্ধ করে দেন এবং ঠিকাদার ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে, তাই যোগাযোগ করা সম্ভব হয়নি।”

প্রশাসনের পদক্ষেপ

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, “ঘটনার একটি অভিযোগ পেয়েছি। আমাদের সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলজিইডি ও ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুত সড়কটি সংস্কার করে দেওয়া হয়।”

স্থানীয় মোল্লা মার্কেট যুব সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, “এলজিইডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এত বড় দায়িত্বহীনতা উদ্বেগজনক।”