ভারতের অমানবিক আচরণের জবাবে দেশের তরুণ চিকিৎসকদের মানবিকতা দিয়ে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ (Amar Desh) পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান (Mahmudur Rahman)। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (Bangladesh-China Friendship Conference Center)–এ ‘রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের ভিসা ও চিকিৎসা নিষেধাজ্ঞা: ‘অমানবিক ও শাস্তিমূলক’
মাহমুদুর রহমান বলেন, “ভারত বাংলাদেশের জনগণকে চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছে এবং একইসঙ্গে ভিসা বন্ধ করে দিয়েছে। এটা সরাসরি অমানবিক এবং শাস্তিমূলক পদক্ষেপ।” তিনি এই সিদ্ধান্তকে ‘মানবিকতার চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন।
রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা
তিনি বলেন, “ভারতের দখলদার মনোভাব, আধিপত্যবাদী নীতি ও হেজেমনিক আচরণের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। এর প্রতিশোধ নিতে ভারত এখন বাংলাদেশিদের শাস্তি দিতে চায়।”
মাহমুদুর রহমান প্রশ্ন তোলেন, “এই শাস্তি কেমন?—চিকিৎসা না দেওয়া, চিকিৎসকদের এমন ঘোষণা এবং ভিসা বন্ধ—এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
তরুণ চিকিৎসকদের প্রতি মানবিক আহ্বান
তিনি বলেন, “আজ যখন ফিলিস্তিনের (Palestine) চিকিৎসকরা জীবন বাজি রেখে আহতদের সেবা দিচ্ছেন, ভারত তখন চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়ে নিজেদের অমানবিক মুখোশ উন্মোচন করেছে।”
তিনি বাংলাদেশের তরুণ চিকিৎসকদের উদ্দেশে বলেন, “এই অমানবিকতার জবাব মানবিকতা দিয়ে দিতে হবে। তরুণ চিকিৎসকদেরই হতে হবে মানবিকতার নতুন দৃষ্টান্ত।”